শতরানে সচিন

শতরানে সচিন

 শতরানে সচিনইরানি ট্রফিতে শতরান পেলেন সচিন তেন্ডুলকর। বেশ কয়েকটি সিরিজে বড় রান পাননি। আর তার জেরে সমালোচনায় জর্জরিত হয়ে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অবসরও নিয়ে ফেলেন।

যাবতীয় সমালোচনার জবাব দিতে এবং অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য রঞ্জি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেন। তিনটি ম্যাচের দুটিতে শতরান ও একটি অর্ধশতরান করেন। এরপর ইরানি ট্রফিতেও অবশিষ্ট ভারতের বিরুদ্ধে শতরান করে চুপ করিয়ে দিলেন সমালোচকদের। বুঝিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ধরলেও তিনি এখনও ভারতীয় দলে অপরিহার্য। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ১৩৯ বল খেলে শতরান করেন মাস্টার ব্লাস্টার। বারোটি চার ও দুটি ছয়ের সাহায্যে শতরান করেন সচিন। সচিনের অনবদ্য ইনিংসে ভর করে মুম্বই ইরানি ট্রফিতে ফলোঅন সেভ করে। ১৪০ রানে অপরাজিত থাকেন সচিন তেন্ডুলকর।

First Published: Friday, February 8, 2013, 22:16


comments powered by Disqus