ইরানি ট্রফি - Latest News on ইরানি ট্রফি| Breaking News in Bengali on 24ghanta.com
 শতরানে সচিন

শতরানে সচিন

Last Updated: Friday, February 8, 2013, 22:16

ইরানি ট্রফিতে শতরান পেলেন সচিন তেন্ডুলকর। বেশ কয়েকটি সিরিজে বড় রান পাননি। আর তার জেরে সমালোচনায় জর্জরিত হয়ে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অবসরও নিয়ে ফেলেন।