Last Updated: October 18, 2013 22:59

ইডেনে সচিনের শেষ টেস্টকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সিএবি। সিদ্ধান্ত হয়েছে সচিন সাইট স্ক্রিনের উচ্চতা বাড়াতে বললে তা বাড়ানো হবে। ইডেনে সচিনের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে আতশবাজির প্রদর্শনী করারও উদ্যোগ নিয়েছে সিএবি। এরই পাশাপাশি ইডেন ম্যাচের জন্য পাঁচ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।
সচিন তেন্ডুলকরের ১৯৯ তম টেস্টের সাইট স্ক্রিন নিয়ে আগাম সিদ্ধান্ত নিয়ে রাখল সিএবি। সিদ্ধান্ত হয়েছে সচিন সাইট স্ক্রিনের উচ্চতা বাড়াতে বললে তা বাড়ানো হবে। সিএবি-র যুগ্মসচিব সুবীর গাঙ্গুলি জানিয়েছেন তাতে বসার আসন সংখ্যা কমলে কমবে। কিন্তু সচিনকে সম্মান জানাতে কোনও কিছুতেই পিছপা হবে না সিএবি।
ইডেনে সচিনের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে আতশ বাজির প্রদর্শনী করারও উদ্যোগ নিয়েছে সিএবি। এব্যাপারে পুলিসের সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে। এদিকে ইডেন ম্যাচের জন্য সাধারণ দর্শকের টিকিটের চাহিদার কথা চিন্তা করে পাঁচ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। অ্যানুয়াল মেম্বারদের চলতি বছরের রশিদ দেখিয়ে তিরিশ এবং একত্রিশ তারিখ টিকিট তুলতে হবে। লাইফ মেম্বারদের ক্ষেত্রে কারেন্ট ইয়ারের কার্ড না থাকলে পুরনো কার্ড দেখিয়ে টিকিট তুলতে হবে। এবছরের ভারত-পাক ম্যাচের টিকিট যাঁরা তুলেছেন অথচ কারেন্ট ইয়ারের কার্ড এখনও পাননি তারাও টিকিট পাবেন। নভেম্বরের এক ও দুই তারিখ লাইফ মেম্বাররা টিকিট পাবেন।
First Published: Friday, October 18, 2013, 22:59