কাল রূপকথার শেষের শুরু

কাল রূপকথার শেষের শুরু

কাল রূপকথার শেষের শুরুবৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট। ওয়াংখেড়েতে আবেগ জড়ানো এই টেস্টের একমাত্র ফোকাস সচিন তেন্ডুলকর। কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চলেছেন মাস্টার ব্লাস্টার।

সচিনের বিদায়ী টেস্ট বলেই টস অথবা টিম কম্বিনেশন মতো ফ্যাক্টার আলোচনা থেকে অনেক দুরে। সচিনের অসংখ্য অনুরাগিদের মতোই আবেগতাড়িত তাঁর সতীর্থরাও। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সচিনকে শেষ উপহার দিতে চান কোহলি, ধাওয়ানরা। সচিন তাঁর শেষ টেস্টটা উপভোগ করুন বলে জানিয়েছেন ধোনি। সচিনও চাইছেন শেষ টেস্টে বড় রান করতে। ইডেনে প্রথম ইনিংসে মাত্র বারো রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটই করতে পারেননি সচিন। সেক্ষেত্রে শেষবারের মতো নিজেকে প্রমাণ করার আগে কিছুটা চাপে সচিনও। তবে সব কিছু ছাপিয়ে আগামী পাঁচ দিন ক্রিকেট উত্সব দেখতে মুখিয়ে কোটি-কোটি মানুষ।


First Published: Wednesday, November 13, 2013, 23:46


comments powered by Disqus