বাড়ির দেওয়ালে এখনও স্পষ্ট গুলির দাগ, আতঙ্কে বুথমুখো হতে চান না সাগর ঘোষের পরিবার

বাড়ির দেওয়ালে এখনও স্পষ্ট গুলির দাগ, আতঙ্কে বুথমুখো হতে চান না সাগর ঘোষের পরিবার

বাড়ির দেওয়ালে এখনও স্পষ্ট গুলির দাগ, আতঙ্কে বুথমুখো হতে চান না সাগর ঘোষের পরিবার পঞ্চায়েত ভোটের আগের দিনের সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা বীরভূমের পাড়ুইগ্রামে হৃদয় ঘোষের পরিবারে। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যায় পরিবারের প্রবীণ সদস্য হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের। অভিযুক্তদের প্রকাশ্যে হুমকি। তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টাসহ একাধিক অভিযোগ উঠেছে পরিবারের তরফে। আর এসবের মধ্যেই এসে গেছে আরও একটা ভোট। আতঙ্কে এবার আর বুথমুখো হতে চান না হৃদয় ঘোষের বাড়ির লোকজন।

বীরভূমের পাড়ুই গ্রামের হৃদয় ঘোষের বাড়ি। গত পঞ্চায়েত ভোটে দুষ্কৃতীদের গুলিতে বাবা সাগর ঘোষের মৃত্যুর পর অনেক ঝড় বয়ে গেছে পরিবারের সদস্যদের ওপর দিয়ে। সাগর ঘোষ হত্যাকাণ্ডের কিনারা হয়নি এখনও। নিহতের পরিবারের অভিযোগ তবুও বন্ধ হয়নি প্রকাশ্যে হুমকি, বোমাবাজি। বাড়ির দেওয়ালে এখনও স্পষ্ট গুলির দাগ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সদ্য ব্যবহারের অনুমতি মিলেছে রান্নাঘরটির। রান্নাঘরের মেঝেতে এখনও মুছে যায়নি নিহত সাগর ঘোষের রক্তমাখা পায়ের ছাপ। হৃদয় ঘোষের মা ও স্ত্রীর নিরাপত্তার জন্য আদালতের নির্দেশে বীরভূম পুলিস লাইন থেকে দুজন নিরাপত্তারক্ষী মোতায়েন হয়েছে। সামনেই লোকসভা ভোট। কিন্তু গত পঞ্চায়েত ভোটের ভয়াবহ স্মৃতি মাথায় রেখে এবার আর বুথমুখো হতে চান না ওরা।

First Published: Tuesday, April 22, 2014, 09:53


comments powered by Disqus