জেল থেকে মুক্তি পেলেন সাগর সিবাস

জেল থেকে মুক্তি পেলেন সাগর সিবাস

জেল থেকে মুক্তি পেলেন সাগর সিবাস টানা ৩৬ দিন জেলে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন সাগর সিবাস। তাঁর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল সিবাসের শ্বশুর বাড়ির তরফে। শক্রবারই তাঁর জামিনের আবেদন জানাতে কলকাতা হাইকোর্টে যান তাঁর স্ত্রী কোমল। কিন্তু আদালত চত্বরেও তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ জানিয়েছিলেন কোমল।

রবিবার ২৪ ঘণ্টায় প্রথম সম্প্রচারিত হয়েছিল কোমল কাদেল ও সাগর সিবাসের ঘটনা। কিছুদিন আগে লেকটাউনের বাসিন্দা কোমল কাদেলকে আইনগত ভাবে বিয়ে করেছিলেন ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা সাগর সিবাস। নিজেদের ধর্মীয় সংগঠন আর্য সমাজেও ওই বিয়ে অনুষ্ঠিত হয়। দুজনেই প্রাপ্ত বয়স্ক তাঁরা। ছিল প্রমাণপত্রও। কিন্তু মেয়ের বাড়ির তরফে ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়। আর তার ভিত্তিতেই পুলিস কোনওরকম তদন্ত ছাড়াই ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকাল আদালতে হেনস্থা হওয়ার পর কোমলের নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস।

ছত্তিশগড় আদালতে কোমল জানিয়েছিলেন শ্বশুর-শাশুড়ির কাছেই থাকতে চান তিনি। কলকাতা হাইকোর্টও সেরকমই নির্দেশ দিয়েছে। এই অবস্থায় নিজের পরিবারের বিরুদ্ধেই এবার সরাসরি লড়াইয়ে নামতে চলেছেন কোমল। রবিবার ২৪ ঘণ্টায় খবর সম্প্রচাররিত হওয়ার পর অনেকেই রিজয়ানুর কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছিলেন কোমল-সাগরের ঘটনায়। এক্ষেত্রেও পুলিসের বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক দম্পতির স্বেচ্ছাবিবাহে অহেতূক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।



First Published: Tuesday, September 4, 2012, 16:02


comments powered by Disqus