Last Updated: Sunday, September 2, 2012, 19:34
গত ৫ বছরে অনেকটাই ফিকে হয়ে এসেছিল রিজওয়ানুর কাণ্ডের স্মৃতি। কিন্তু অমানবিক সেই ঘটনার পরও যে প্রাপ্তবয়স্ক দম্পতির স্বেচ্ছাবিবাহে প্রশাসনিক হস্তক্ষেপ কিছুমাত্র কম হয়নি তা ফের একবার জানান দিল লেকটাউন পুলিসের কাজ। প্রভাবশালী বাবার হস্তক্ষেপে অপহরণের অভিযোগে মেয়ের স্বামীকে গ্রেফতার করল পুলিস।