'সইফিনা'র এনগেজমেন্ট ১০ ফেব্রুয়ারি?

'সইফিনা'র এনগেজমেন্ট ১০ ফেব্রুয়ারি?

'সইফিনা'র এনগেজমেন্ট ১০ ফেব্রুয়ারি?পতৌদির রাজপ্রাসাদে ২০১২'র মার্চ মাসে বধূবেশে পা রাখবেন রাজ কাপুরের নাতনি করিনা কাপুর। দীর্ঘদিন বলিউডের অভিনেতা সইফ আলি খানের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর অবশেষে এনগেজমেন্ট সেরে ফেলতে চলেছেন ১০ ফেব্রুয়ারি। বেবো তাঁর বিয়ের কথা অস্বীকার করলেও এরকমই খবর রটেছে টিনসেল টাউনে।

বিয়ের তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না-করলেও, শোনা যাচ্ছিল `এজেন্ট বিনোদ` ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিয়ে করবেন তাঁরা। এই ছবিটিতেও একসঙ্গে অভিনয় করেছেন সইফ-করিনা। ছবিটি মুক্তি পাবে ২৩ মার্চ। তাই আশা করা যায় মার্চের শেষে কিংবা এপ্রিলের শুরুতেই বিয়ে করছেন এই জুটি। বলিউডের এই লাভবার্ড জুটি হয়তো ভ্যালেন্টাইনস মাসেই সেরে ফেলতে চান তাঁদের এনগেজমেন্ট।
'সইফিনা'র এনগেজমেন্ট ১০ ফেব্রুয়ারি?
`এজেন্ট বিনোদ` ছবির পোষ্টপ্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন সইফ, 'এক মে অউর এক তু' ছবির প্রমোশনে বিদেশে রয়েছেন করিনা। কিন্তু এত ব্যস্ততা সত্ত্বেও এনগেজমেন্টের জন্য দুজনেই খুশীর সপ্তম স্বর্গে। দিন কয়েক আগেই খবরে ছিল বিয়ের জন্য ৪০ লাখের রাজকীয় নেকলেসের অর্ডার করেছেন করিনা কাপুর।

২০০৮ সালে `টাসান` ছবির শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বেড়েছিল সইফ ও করিনার মধ্যে। সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে অনেক গল্প দানা বেধেছিল বলি-দুনিয়ায়। সব জল্পনার অবসান ঘটিয়ে বাগদানের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।

এনগেজমেন্টের জায়গা স্থির না-হলেও হয় মুম্বইতে অথবা সইফের দিল্লির বাড়িতে অনুষ্ঠানটি হবে বলে আশা করা হচ্ছে। তবে যেখানেই হোক না কেন, সইফ করিনার বিয়ে যে বলিউডের অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে তা বলা বাহুল্য। শুক্রবার, ৩ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের আরেক লাভবার্ড জুটি রীতেশ-জেনেলিয়া। বিয়ের মরশুমের জন্য একেবারে প্রস্তুত বলিউড। তবে এই মুহূর্তে বলিউডের রাজ দম্পতির নবাবি বিয়ে দেখার জন্য উদগ্রীব গোটা দেশ।




First Published: Thursday, February 2, 2012, 16:48


comments powered by Disqus