Last Updated: Thursday, February 2, 2012, 13:15
পতৌদির রাজপ্রাসাদে ২০১২'র মার্চ মাসে বধূবেশে পা রাখবেন রাজ কাপুরের নাতনি করিনা কাপুর। দীর্ঘদিন বলিউডের অভিনেতা সইফ আলি খানের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর অবশেষে এনগেজমেন্ট সেরে ফেলতে চলেছেন ১০ ফেব্রুয়ারি। বেবো তাঁর বিয়ের কথা অস্বীকার করলেও এরকমই খবর রটেছে টিনসেল টাউনে।