Last Updated: July 17, 2012 21:22

১৬ অক্টোবর তাঁদের বিয়ের দিন নিয়ে হাজারো জল্পনা চললেও তা উড়িয়ে দিয়েছিলেন সইফ আলি খান স্বয়ং। তবে ভক্তদের একেবারেই নিরাশ করেননি তিনি। অক্টোবরে বিয়ে না করলেও সম্ভবত এই বছরেরই ডিসেম্বরে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানিয়েছেন পতৌদির নতুন নবাব।
শোনা গিয়েছিল ২০১২-র গোড়ার দিকেই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন সইফ-করিনা। যদিও তা একেবারেই গুজব বলেই উড়িয়ে দেন ভারতীয় ব্যাঞ্জেলিনা। তবে ১৬ অক্টোবর বিয়ের খবর এসেছিল একেবারে ঘোড়ার মুখ থেকে। খোদ শর্মিলা ঠাকুর বিয়ের দিন ঘোষণা করার পরই টুইটারে সেই খবর কনফার্মও করেছিলেন পতৌদি কন্যা সোহা। তবে কিছুদিন আগেই একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে সইফ জানান, এখনও বিয়ের দিন নির্দিষ্ট করেননি তাঁরা। করিনার পরিবারের সঙ্গে কথা বলার পরই বিয়ের দিন নির্দিষ্ট করা হবে। এমনকী কোথায় হবে বিয়ে সেই বিষয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেননি সইফিনা। বিয়ে প্রাচীন হিন্দু মতে নাকি নবাবী কায়দায় হবে তা নিয়ে মুখ খুলতে নারাজ নবাব পুত্র। তিনি বলেছেন যদিও তাঁদের বিয়ে লন্ডনে হবে না, তবে তাঁরা তাঁদের বিয়ে নিয়ে এখন কাউকে কিছু জানাতে প্রস্তুত নয়, যা তাঁদের একান্তই ব্যক্তিগত ব্যাপার।
First Published: Tuesday, July 17, 2012, 21:22