Last Updated: Saturday, October 6, 2012, 21:07
ছেলের বিয়েতে কোনও আয়োজনে ত্রুটি রাখছেন না নবাব-পত্নি শর্মিলা ঠাকুর। সইফিনার বিয়ের দিন যতই এগিয়ে আসছে উৎসবের ব্যস্ততায় ততই মাতছে পতৌদি-প্রাঙ্গন। অতিথি-তালিকার দায়িত্ব নিজেই সামলাচ্ছেন হবু শ্বাশুড়ি শর্মিলা ঠাকুর স্বয়ং। আর সেই সূত্রেই পতৌদি প্যালেস থেকে সরাসরি বার্তা গেছে এমনকী রাইসিনা হিলসেও। সূত্রে খবর, ১৫ মিনিটের জন্য হলেও একবার সপরিবারে বিবাহ বাসরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকেও। প্রণববাবুও অভিনন্দন জানিয়েছেন পতৌদি পরিবারকে। তবে সময়ের অভাবে ১৬ অক্টোবরে নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রপ্যেছে বলে জানা গিয়েছে।