Last Updated: March 14, 2014 13:35

সাইনা নেওহালের খারাপ সময় অব্যাহত। গত সপ্তাহের অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ফল হাতেনাতে পেলেন ভারতের মেয়েদের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। বিডব্লুএফ-এর র্যাঙ্কিং-এ মেয়েদের সিঙ্গেলস-এ ৮ নম্বরে নেমে এলেন তিনি।
সাইনার একধাপ নীচেই আছেন আর এক ভারতীয় ব্যাডমিন্টন তারা পিভি সিন্ধু। অল ইংল্যান্ডের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার পরেও যিনি তাঁর র্যাঙ্ক বজায় রাখলেন।
সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতীয় পুরুষদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। তাঁর বিশ্ব রাঙ্কিং ২০। অপর পুরুষ তারকা পারুপল্লি কাশ্যপ সাত ধাপ নেমে বর্তমানে ২৫ নম্বরে রয়েছেন।
ডিসেম্বর থেকেই কাঁধের চোটে ভুগছেন কাশ্যপ। চোটের কারণে একের পর টুর্নামেন্টের প্রথম ধাপ থেকে কাশ্যপের ছিটকে যাওয়া তাঁর র্যাঙ্কিংয়ে পতন ঘটাল। মুম্বইয়ের অজয় জয়রাম কাশ্যপের থেকে এক ধাপ উপরে রয়েছেন।
First Published: Friday, March 14, 2014, 13:35