Last Updated: Friday, March 14, 2014, 13:35
সাইনা নেওহালের খারাপ সময় অব্যাহত। গত সপ্তাহের অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ফল হাতেনাতে পেলেন ভারতের মেয়েদের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। বিডব্লুএফ-এর র্যাঙ্কিং-এ মেয়েদের সিঙ্গেলস-এ ৮ নম্বরে নেমে এলেন তিনি।