Last Updated: December 22, 2011 20:54

সৈয়দ মোদি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে প্রশ্নের মুখে সাইনা নেহওয়াল। তাঁর কোচ পুলেলা গোপিচাঁদ জানিয়েছেন চোটের জন্য সাইনা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে। সাইনার ওপর কি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশেনের কর্তাদের কোন চাপ রয়েছে? সাইনাকে কি চায়না সিরিজে খেলতে এবং চোটের কথা একদম শেষে ঘোষণা করার কথা বলা হয়েছিল? বিএআইয়ের কর্তাদের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে গোপিচাঁদ জানিয়েছেন সামনের মাসে কোরিয়ন ওপেনের জন্য সাইনার চোট নিয়ে তাঁরা কোন ঝুঁকি নিতে রাজি নন।
First Published: Thursday, December 22, 2011, 20:54