Last Updated: August 22, 2013 18:17

মাঠের বাইরে তাঁকে অনেক সমালোচনা শুনতে হচ্ছে। সতীর্থ খেলোয়াড় জ্বালা গাট্টা তাঁকে বারবার আক্রমণ করছেন। তাতে কী! ব্যাডমিন্টনের আইবিএলে সাইনা জয়-পুরীতেই আছেন।
বৃহস্পতিবার আইবিএলে মুম্বাই মাস্টার্সের পিসি তুলসিকে হারিয়ে প্রতিযোগিতায় পরপর চারটে ম্যাচ জেতা হয়ে গেল সাইনার। হায়দ্রাবাদ হটসট-এর হয়ে খেলা সাইনা জিতলেন ২১-৭, ২১-১০ গেমে।
শুরু থেকেই আইপিএলের সঙ্গে আইবিএল (ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ)-এর তুলনা চলছে। সেই হিসাবে দেখতে গেলে শুধু টাকা নয় দলকে ম্যাচ জেতানোর প্রবণতাতেও
সাইনার সঙ্গে ধোনির মিল পাওয়া যাচ্ছে। ধোনির মতই ঠান্ডা মানসিকতার সাইনা কিন্তু আইবিএল-এ মেজাজ হারাচ্ছেন। ধোনিকেও আইপিএল দু একটা ম্যাচে এরকম দেখা গিয়েছে।
তবে মাঠে নেমেই দুজনেই ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে খুন করছেন। ফারাক শুধু একটাই আইপিএলে ধোনি হলুদ পোশাক পরে খেলতেন, আর সাইনা ক্রিমসন রঙের পোশাক পরে। তবে দুজনের খেলা শেষেই হুইসল পরছে।
First Published: Thursday, August 22, 2013, 18:25