Last Updated: Thursday, August 15, 2013, 15:45
স্বাধীনতা দিবসের সকালটা জাতীয় পতাকা ওড়ানো, প্রধানমন্ত্রীর বক্তৃতা আর পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানোর পাশাপাশি আরও একটা জিনিস দেখার ছিল, তা হল অন্য আইপিএল (ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ) কেমন করে। ধোনিদের আইপিএলকে কী আদৌ টপকাতে পারবেন সাইনা নেহওয়ালদের আইবিএল!