saint paul`s cathedral kolkata celebrates Christmas eve

মায়াবী আলোয় বড়দিনকে স্বাগত জানাল কলকাতা

বড়দিনে প্রভু যিশুকে আবেগ ভরে স্মরণ করল কলকাতা। মধ্যরাতের প্রার্থনা, মোমের আলো আর উত্সবের উষ্ণতায় মায়াবী হয়ে উঠল সেন্ট পলস্ ক্যাথেড্রাল। জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলেই প্রার্থনা করলেন। চার্চের ভাবগম্ভীর পরিবেশ থেকে উঠে এল শান্তির ললিত বাণী।

২৪ ডিসেম্বরের রাত। ঘড়ির কাঁটা বারো ছুঁতেই বড়দিন। তাই আগে থাকতেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। শহরের প্রাণকেন্দ্রে মায়াবী আলোয় সেজে উঠেছে সেন্ট পলস ক্যাথেড্রাল। রাত বাড়তেই শীতের ওম গায়ে মেখে চার্চে হাজির হয়ে যান বহু মানুষ। চার্চের ভিতর তখন এক অন্য জগত্।

মধ্যরাতের প্রার্থনায় সবাই স্মরণ করল এমন এক মহামানবকে, যিনি তীব্র ভাবে বিদ্ধ হতে হতেও, শুনিয়েছিলেন ক্ষমা আর সহিষ্ণুতার ললিত বাণী। থাকুক শান্তি। থাকুক ভালবাসা। আরও দৃঢ় হোক সম্পর্কের বন্ধন। কাঁধে কাঁধ সান্নিধ্য নিয়ে সবাই সবার পাশে দাঁড়াক। বড়দিনের আগমনী জুড়ে রইল এমনই সব আকুতি।

First Published: Wednesday, December 25, 2013, 12:12


comments powered by Disqus