Last Updated: Wednesday, December 18, 2013, 21:55
ঝিনচ্যাক ক্রিসমাস জাগ্রত দ্বারে। বড়দিনে কী আর ছোটখাট প্ল্যান হয়। দিনের শুরু থেকেই শুরু করে দিন বড়দিনের বড় তোড়জোড়। সক্কাল সক্কাল টিফিনবক্সে লুচি আলুর দম আর কমলালেবু পুড়ে সপরিবারে, সবান্ধবে রওনা দিন চিড়িয়াখানার উদ্দেশে। ব্যাডমিন্টন র্যাকেট গুলো নিতে কিন্তু ভুলবেন না। শীতের মৌতাতে বাঘ, সিংহ, হাতি, কাকাতুয়া আর পরিযায়ী পাখির সঙ্গে চুটিয়ে আড্ডা দিন।