Last Updated: June 14, 2012 22:44

শাহরুখ `জিওয়ান` খান ও হৃতিক `কৃষ` রোশনের পর এবার সুপারহিরোর ভূমিকায় আসছেন সলমন। সোহেল খান প্রযোজিত `শের খান` ছবিতে সলমনকে দেখা যাবে শের খানের ভূমিকায়। তবে জিওয়ান বা কৃষের থেকে শের খান অনেকটাই আলাদা বলে জানিয়েছেন সোহেল।
`শের খান`-এর চিত্রনাট্য লিখেছেন রুমি জাফরি। রুমির কথা অনুযায়ী একদম নতুন ধরনের স্পেশ্যাল এফেক্টস ব্যবহার করা হবে ছবিতে। যা বলিউডে আগে হয়নি। এমনকী বস্তাপচা সুপারহিরো মার্কা অ্যাকশনও থাকবে না ছবিতে। কেরালার সনাতনি মার্শাল আর্ট স্টাইলে লড়তে দেখা যাবে শের খানকে।
কিন্তু হৃতিক বা শাহরুখ সুপারহিরো হয়ে যা করেছেন, সলমন সুপারহিরো না হয়েই তা করে ফেলেছেন। তাহলে শের খান হয়ে ঠিক কী করতে দেখা যাবে সলমনকে ? `দাবাং টু`-র চিত্রনাট্যকার সলমন ঘনিষ্ঠ দিলীপ শুক্লা জানিয়েছেন, "সলমনের প্রচুর খুদে ভক্ত রয়েছেন। কিন্তু আজ পর্যন্ত ছোটদের জন্য কোনও ছবিতে অভিননয় করেননি সলমন। তাই মূলত বাচ্চাদের কথা ভেবেই শের খানের অ্যাকশন প্ল্যান করছেন সোহেল।"
শের খানের হিরোইনের ভূমিকায় কাকে দেখা যাবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি। ১০০ কেটিরও বেশি বাজেটের ছবি `শের খান`-এর শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে।
First Published: Thursday, June 14, 2012, 22:47