Last Updated: May 20, 2014 16:06

ফের নতুন দোলাচলে সলমন খানের হিট অ্যান্ড রান মামলা। গতকালই চতুর্থ সাক্ষী ঘটনার দিন রাতে সলমনকে মদ বিক্রি করেছিলেন বলে আদালতে তাঁকে সনাক্ত করেন। এরপরই আজ অপর সাক্ষী বারের ওয়েটার মলয় বাগ জানান তিনি সলমনকে মদ্যপান করতে দেখেছিলেন কিনা মনে করতে পারছেন না। এ দিন আদালতে সাক্ষী দেন সলমনের ভাই সোহেল খানের বডিগার্ড লক্ষ্ণণ মোরেও।
এই মাসের শুরুতে ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শী সলমনকে আদালতে সনাক্ত করেন। ১২ বছর আগে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে বান্দ্রার ফুটপাথে গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারেন সলমন। মৃত্যু হয় কিছু ফুটপাথবাসীর। আদালতে সাক্ষ্য দেওয়া এক প্রত্যক্ষদর্শী কিছুদিন আগে হুমকি ফোন পাওয়ার কথাও আদালতে জানান। গত সপ্তাহে সাক্ষী সাম্বা গৌড়া আইনজীবী জগন্নাথ কেঞ্জলকরকে জানান সেই দিনের ঘটনার পঞ্চনামা রয়েছে তাঁর কাছে। তিনি জানান, একটা বড় গাড়ি লন্ড্রির বাম্পার পেরিয়ে দোকানের শাটারে ধাক্কা মারে। ঘটনাস্থলে কাঁচের টুকরো, গাড়ির নম্বর প্লেট ও বাম্পারের পার্ট পড়ে থাকতে দেখেছেন তিনি।
First Published: Tuesday, May 20, 2014, 16:06