করনের কফি কাপে প্রথম চুমুক সলমনের

করনের কফি কাপে প্রথম চুমুক সলমনের

করনের কফি কাপে প্রথম চুমুক সলমনের আগামী ডিসেম্বরেই আসছে কফি উইথ করনের চতুর্থ এডিশন। প্রথম দুটি এডিশনের প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ। তবে এবারে করনের কফিশপে প্রথম পা পড়তে চলেছে সলমনের।

কিছুদিন আগে ঝলক দিখলা যা ৭-এর সেটে বিগ বসের প্রচারে গিয়েছিলেন সলমন। সেখানেই শো-এর বিচারক করন সলমনকে প্রথম পর্বের অতিথি হওয়ার প্রস্তাব দেন। শোনা যাচ্ছে শাহরুখ-সলমন একসঙ্গেও নাকি আসতে পারেন কফি উইথ করনের সেটে।

এর আগে করনের ক্যাফেতে এসেছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, হেমা মালিনী, করিনা কপূর, জিনাত আমনের মত তারকারা।


First Published: Wednesday, September 18, 2013, 20:37


comments powered by Disqus