Last Updated: May 26, 2014 22:44

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। রাষ্ট্রপতি ভবনে পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে শপথ নিলেন দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বহু দেশের রাষ্ট্রপ্রধান ও দেশের তাবড় রাজনীতিকদের সঙ্গে শপথ গ্রহণে উপস্থিত থাকলেন সলমন খান, হৃতিক রোশনের মতো তারকারাও।
শপথ গ্রহণের দর্শকাসনে দেখা গেল গোটা খান পরিবারকে। বাবা সেলিম খান, মা সালমা খান ও ভাই সোহেলের সঙ্গে বসেছিলেন সলমন। উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়ও। ছিলেন হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, অনুপম খের। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েই বিবেক ওবেরয় টুইট করেন, "দিল্লির পথে! বিমানেও যেন শিহরণ হচ্ছে! সকলের মুখে এক কথা!#NaMoPm।"
শপথে আসতে আমন্ত্রণ জানানো হয়েছিল অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, রজনিকান্তকেও। যদিও আসতে পারেননি তাঁরা।
First Published: Monday, May 26, 2014, 22:44