Last Updated: June 24, 2013 18:07

ফের দুঃসংবাদ টিনসেল টাউনে। মুন্না ভাইয়ের পর এবার সম্ভবত হাজতবাস হতে চলেছে বলিউড মহাতারকা সাল্লু মিঞার।২০০২-এর গাড়ি চাপা দিয়ে ফুটপাথবাসীকে হত্যার মামলায় সলমন খানের আর্জি খারিজ করে দিল মুম্বইয়ের সেশন কোর্ট।
এর অর্থ সলমনের বিরুদ্ধে এবার অনিচ্ছাকৃত হত্যার মামলা শুরু হবে। ভারতীয় পিনাল কোডের দুইয়ের ৩০৪ ধারায় মামলা হবে সালমানের বিরুদ্ধে। এক্ষেত্রে দোষী সব্যস্ত হলে সর্বাধিক ১০ বছরের জন্য জেলের ঘানি টানতে হতে পারে রুপোলী জগতের এই সুপার খানকে। এর আগে অনিচ্ছাকৃত খুনের অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেছিলেন বলিউডের টাইগার৷
প্রসঙ্গত, ২০০২ সালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সলমনের গাড়ির তলায় চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়৷ জখম হন চারজন৷
এর আগে একই ঘটনায় সালমান খানের বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়। যার শাস্তি ছিল সর্বাধিক দু`বছর। চলতি বছরের জানুয়ারি মাসে সালমান খানের বিরুদ্ধে নয়া তথ্য প্রমাণ দিয়ে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করে পুলিস।
২০০২-এ মুম্বইয়ের শহরতলীতে ফুটপাথে শুয়ে থাকা অন্তত পাঁচজনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন সালমান খান।
এর আগে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে তিনদিনের হাজতবাস হয়েছিল সাল্লু ভাইয়ের।
First Published: Monday, June 24, 2013, 18:08