Last Updated: July 5, 2013 19:14

সারোগেট সন্তানকে নিয়ে বিতর্কে জর্জ্জরিত শাহরুখ খান। তবে এত বিতর্কের মধ্যেও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন রাখি সওয়ান্ত। রাখি জানিয়েছেন, শাহরুখের জন্য তিনি গর্বিত। তবে সেইসঙ্গেই সলমনেরও এই পথে হাঁটা উচিত বলেও মন্তব্য করেছেন রাখি।
রাখি বলেন, "সারোগেসি ব্যাপারটা ভাল লাগে। এখন বহু মানুষ এই পদ্ধতি গ্রহণ করছেন। আমিরের সারোগেট সন্তান রয়েছে। শাহরুখের জন্য আমি গর্বিত। ওকে আমি কুর্নিশ জানাই। নিশ্চয়ই ওরা কোনও ব্যক্তিগত সমস্যার কারণেই সারোগেসি বেছে নিয়েছেন। আমার মনে হয় সলমনেরও সারোগেসি গ্রহণ করা উচিত। জীবনে প্রকৃত ভালবাসা পায়নি সলমন। পেয়েও তাকে হারাতে হয়েছে। বিয়েও করতে চায় না। তাই একটি সন্তানই সলমনের জীবনে প্রকৃত খুশি নিয়ে আসতে পারে।"
First Published: Friday, July 5, 2013, 19:14