Last Updated: Friday, July 5, 2013, 19:14
সারোগেট সন্তানকে নিয়ে বিতর্কে জর্জ্জরিত শাহরুখ খান। তবে এত বিতর্কের মধ্যেও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন রাখি সওয়ান্ত। রাখি জানিয়েছেন, শাহরুখের জন্য তিনি গর্বিত। তবে সেইসঙ্গেই সলমনেরও এই পথে হাঁটা উচিত বলেও মন্তব্য করেছেন রাখি।