Last Updated: June 15, 2012 15:00

রাম ভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করার প্রস্তাব এসেছে সল্লু ভাইয়ের কাছে। সুত্রে খবর, হলিউডের ভারতীয় বংশদ্ভূত প্রযোজক উরু পাটেলের `মেগা বাজেট ফ্লিক` এ যুগের রামায়নে সমসাময়িক প্রভু হনুমানের ভূমিকায় সলমন খানই প্রথম পছন্দ। ফলে, সব ঠিক ঠাক চললে, পাহাড়, অট্টালিকা পেরিয়ে সীতা উদ্ধারে আকাশে ভ্রাম্যমান দেখা যাবে তাঁকে। ছবির সঙ্গে যুক্ত এক সূত্রেত খবর, প্রথমে আমির খানকে এই `রোল`টি অফার করা হয়ে। কিন্তু কোনও কারণে বিষয়টি বাস্তবায়িত হয়নি।
২০১১-১২`র নিউ ইয়র্কের প্রেক্ষাপটে তৈরি হবে উরুর রামায়ন। রাম ও রাবণের চরিত্রের অভিনয়ের প্রস্তাব দেওইয়া হয়েছে কিয়ানু রিভস এবং গ্যারি ওল্ডম্যানকে। তবে সীতার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক করেননি প্রযোজক।
First Published: Friday, June 15, 2012, 15:00