Last Updated: Friday, June 15, 2012, 15:00
রাম ভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করার প্রস্তাব এসেছে সল্লু ভাইয়ের কাছে। সুত্রে খবর, হলিউডের ভারতীয় বংশদ্ভূত প্রযোজক উরু পাটেলের `মেগা বাজেট ফ্লিক` এ যুগের রামায়নে সমসাময়িক প্রভু হনুমানের ভূমিকায় সলমন খানই প্রথম পছন্দ।