Last Updated: July 13, 2013 18:48

এরাজ্যেও মাওবাদীদের ঠেকাতে বেসরকারি বাহিনীর কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বেলঘরিয়া এলাকায় মাওবাদীরা সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, মাওবাদীদের ঠেকাতে গড়ে তোলা হচ্ছে বেসরকারি সন্ত্রাসবিরোধী কমিটি।
মাওবাদীদের ঠেকাতে বেসরকারি বাহিনী তৈরি করেছিল ছত্তিসগড়ের বিজেপি সরকার। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা। শেষ পর্যন্ত সেই সালওয়া জুড়ুমের তাণ্ডব ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট।
First Published: Saturday, July 13, 2013, 18:48