সালওয়া জুড়ুম - Latest News on সালওয়া জুড়ুম| Breaking News in Bengali on 24ghanta.com
মাওবাদী ঠেকাতে সালওয়া জুড়ুম এরাজ্যেও?

মাওবাদী ঠেকাতে সালওয়া জুড়ুম এরাজ্যেও?

Last Updated: Saturday, July 13, 2013, 18:48

এরাজ্যেও মাওবাদীদের ঠেকাতে বেসরকারি বাহিনীর কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বেলঘরিয়া এলাকায় মাওবাদীরা সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, মাওবাদীদের ঠেকাতে গড়ে তোলা হচ্ছে বেসরকারি সন্ত্রাসবিরোধী কমিটি।