Last Updated: November 26, 2013 17:00

গ্যালাক্সি গ্র্যান্ড মোবাইল ফোনের চোখধাঁধানো সাফল্যের পথ ধরে গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনতে চলেছে স্যামসং। যদিও এই নতুন মোবাইল ফোনের দাম ও কবে থেকে বাজারে এই ফোন পাওয়া যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত স্যামসং-এর তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ এই ফোনে স্মার্ট ফোনে থাকছে ১.২ GHz quad-core প্রসেসর। র্যাম থাকছে ১.৫ GB। এলইডি ফ্ল্যাশ সহ ১.৯ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোন চলবে অ্যানড্রয়েড ৪.৩ জেলি বিনের সাহায্যে।
সাদা, কালো ও গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে।
গ্যালাক্সি এস ফোর ও গ্যালাক্সি নোট থ্রি-এর বিশেষ কিছু জনপ্রিয় ফিচারস ও নতুন এই ফোনে থাকছে।
এক নজরে গ্যালাক্সি গ্র্যান্ড টু
1.2GHz quad-core processor
5.2-inch HD TFT display
720x1280 pixels screen resolution
1.5GB of RAM
Android 4.3 Jelly Bean
8-megapixel camera with LED flash
1.9-megapixel front-facing camera
8GB inbuilt storage, expandable up to 64GB using microSD card
2600mAh battery
First Published: Tuesday, November 26, 2013, 17:00