Samsung Galaxy Grand - Latest News on Samsung Galaxy Grand| Breaking News in Bengali on 24ghanta.com
ঝাঁ চকচকে উন্নতি প্রযুক্তির গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনছে স্যামসং

ঝাঁ চকচকে উন্নতি প্রযুক্তির গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনছে স্যামসং

Last Updated: Tuesday, November 26, 2013, 17:00

গ্যালাক্সি গ্র্যান্ড মোবাইল ফোনের চোখধাঁধানো সাফল্যের পথ ধরে গ্যালাক্সি গ্র্যান্ড টু বাজারে আনতে চলেছে স্যামসং। যদিও এই নতুন মোবাইল ফোনের দাম ও কবে থেকে বাজারে এই ফোন পাওয়া যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত স্যামসং-এর তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।