Last Updated: May 5, 2013 09:20

আক্রান্ত জম্মু সেন্ট্রাল জেলে আক্রান্ত বন্দি পাক নাগরিক সানাউল্লাহ রাঞ্জের অবস্থা ফের আশঙ্কাজনক। কাল রাতে সানাউল্লাহের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও মধ্যরাত থেও আবার তার ক্রমাবনতি শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে সানাউল্লাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ নিয়েও উদ্বিগ্ন চিকিত্সকরা। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
তেসরা এপ্রিল জম্মুর ভালওয়াল জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সানাউল্লাহর সঙ্গে জেলেরই আরেক বন্দির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সানাউল্লাহকে জম্মুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বিমানে তাঁকে আনা হয় চণ্ডীগড়ে। চণ্ডীগড়ের হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেন পাক হাইকমিশনের আধিকারিকরা। পাক কূটনীতিকরা নিয়মিত সানাউল্লার চিকিত্সকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ঘটনায় জেল সুপার সহ দুই আধিকারিককে সাসপেন্ড করেছে জম্মু ও কাশ্মীর সরকার। পাকিস্তানের জেলে বন্দি ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যাতে আরও তত্পর হয়, তার জন্য আবেদন জানান সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।
সানাউল্লাহর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী মীর হাজার খান খোসা। এব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ভারতের জেলে বন্দি পাক নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
First Published: Sunday, May 5, 2013, 10:46