Last Updated: Sunday, May 5, 2013, 09:20
আক্রান্ত জম্মু সেন্ট্রাল জেলে আক্রান্ত বন্দি পাক নাগরিক সানাউল্লাহ রাঞ্জের অবস্থা ফের আশঙ্কাজনক। কাল রাতে সানাউল্লাহের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও মধ্যরাত থেও আবার তার ক্রমাবনতি শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে সানাউল্লাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ নিয়েও উদ্বিগ্ন চিকিত্সকরা। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।