Last Updated: September 24, 2013 20:36

শুক্রবার আমহার্স্ট স্ট্রিটের রক্তদান শিবিরে তিন সাংসদের বিদ্রোহে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। ওই রক্তদান শিবিরে হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ সঞ্চিতা মণ্ডল। গতকালই সোমেন মিত্রর অনুগামী সঞ্চিতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় তৃণমূল। আজ তাঁর বদলে পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের মেয়র পারিষদের দায়িত্বভার নিলেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।
২০১০-এ ৫৩ নম্বর ওয়ার্ড থেকে জিতে প্রথমবার কাউন্সিলর হন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিন বছরের মাথায় হলেন মেয়র পারিষদ।
কলকাতা পুরসভার পরিবেশ ও সমাজকল্যাণ দফতরের মেয়ার পারিষদ পদে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এলেন সঞ্চিতা মণ্ডলের পরিবর্তে। সোমবারই সঞ্চিতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেতারা।
তৃণমূলের সেই অভ্যন্তরীণ বিষয়টা কী, সেটা এখন ওপেন সিক্রেট। গত শুক্রবার আমহার্স্ট স্ট্রিটে সাংসদ সোমেন মিত্রর সামনেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন তিন সাংসদ কুণাল ঘোষ, শতাব্দী রায় ও তাপস পাল। সেখানে ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সোমেন মিত্রর অনুগামী বলে পরিচিত সঞ্চিতা মণ্ডলও। সোমেন মিত্রকে কড়া বার্তা দিতেই যে সঞ্চিতাকে সরিয়ে দেওয়া হল, তা স্পষ্ট।
২০১০ পুরভোটে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রদীপ ঘোষকে হারানো সঞ্চিতা মণ্ডল মেয়র পারিষদ হয়েছিলেন। কিন্তু দলের অন্দরের সমীকরণ বদলে যাওয়ায় সরতে হল তাঁকে। দলের মধ্যে আপত্তি থাকলেও মেয়র পারিষদ করা হল বিধায়ক স্বর্ণকমল সাহার ঘনিষ্ঠ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়কে। দলে মুকুল রায়ের ঘণিষ্ঠ বলেই পরিচিত স্বর্ণকমল। দলের অনেক নেতা আড়ালে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও প্রকাশ্যে স্পিকটি নট।
First Published: Tuesday, September 24, 2013, 20:37