Last Updated: Tuesday, September 24, 2013, 20:36
শুক্রবার আমহার্স্ট স্ট্রিটের রক্তদান শিবিরে তিন সাংসদের বিদ্রোহে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। ওই রক্তদান শিবিরে হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ সঞ্চিতা মণ্ডল। গতকালই সোমেন মিত্রর অনুগামী সঞ্চিতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় তৃণমূল। আজ তাঁর বদলে পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের মেয়র পারিষদের দায়িত্বভার নিলেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।