নতুন বছরের শুরুটা হার দিয়ে করে দেদার শপিং সানিয়ার

নতুন বছরের শুরুটা হার দিয়ে করে দেদার শপিং সানিয়ার

নতুন বছরের শুরুটা হার দিয়ে করে দেদার শপিং সানিয়ারনতুন বছরের শুরুটা হার দিয়ে হল সানিয়া মির্জার। সিডনিতে ডব্লু টিএ আপিয়া ইন্টারন্যাশানাল টুর্নামেন্টের ডাবলসের প্রথম রাউন্ডে সানিয়া মির্জা-কারা ব্ল্যাক হারলেন স্ট্রেট সেটে। সানিয়ারা হারলেন ৩-৬, ৬-২। ক দিন পরেই শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে এই হার চিন্তায় রাখার কথা সানিয়াকে।

কিন্তু সানিয়াকে এই হার নিয়ে বিশেষ গুরুত্ব দিতে দেখা গেল না। চোখধাঁধানো শহর সিডনিতে ডাবলস পার্টনার কারা ব্ল্যাক নিয়ে শপিং মলে গেলেন সানিয়া। কারা ব্ল্যাক টুইট করে জানালেন, ম্যাচ হারার পর আমি আর সানিয়া খুব কেনাকাটা করলাম।

(ছবি-ডিএনএ-র ফাইল থেকে)

First Published: Tuesday, January 7, 2014, 14:55


comments powered by Disqus