ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে সানিয়া-ভেসনিনা

ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে সানিয়া-ভেসনিনা

ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে সানিয়া-ভেসনিনাইন্ডিয়ান ওয়েলস ওপেনে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন সানিয়া মির্জা-ভেসনিনা জুটি। ইন্দো-রাশিয়ান জুটি কোয়ার্টার ফাইনালে৬-২, ৬-৩ হারিয়ে দেয় আর্জেন্টিনার দুলকো-সুয়ারেজ জুটিকে।

সানিয়ারা জিতলেও পুরুষদের ডাবলস থেকে ছিটকে গেল লিয়েন্ডার-স্টেপানেক জুটি। কোয়ার্টার ফাইনালে স্প্যানিস তারকা রাফায়েল নাদাল-মার্ক লোপেজ জুটির কাছে ৩-৬, ৬-৭ হেরে যান লিয়েন্ডাররা। 

First Published: Thursday, March 15, 2012, 20:51


comments powered by Disqus