Last Updated: Wednesday, June 6, 2012, 19:05
সানিয়া-মহেশের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ-এলিনা ভেসনিনা জুটি। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ম্যাক্স মিরনি-লিজেল হুবার জুটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ইন্দো-রাশিয়ান জুটি। খেলার ফল ৪-৬, ৭-৫, ১০-৫।