Last Updated: March 16, 2014 13:02

দুটো আলাদা খেলায় ভারতের দুই তারকা মহিলা খেলোয়াড়ের হাল একই হল। দুজনেই খুব আশা দেখিয়েও বড় খেতাবের খুব কাছ থেকে ফিরে এলেন।
সুইস ব্যাডমিন্টিন ওপেনের সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। আর বিএনপি প্যারিবাস ওপেনে টেনিসের ডাবলেসর ফাইনালে হারলেন সানিয়া মির্জা।
ফাইনালে সানিয়া আর তাঁর জুটি কারা ব্ল্যাক হারলেন স্ট্রেট সেটে। সাইনা-কারা হারলেন ৭-৬,৬-২ চিনের হেসি-পেং জুটির বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালে চিনের দু নম্বর খেলোয়াড় হারিয়ে শেষ চারে ওঠা সিন্ধু হারলেন খুব লড়াই করে। সপ্তম বাছাই সিন্ধু হারলেন ২১-১৮,১২-২১, ১৯-২১ চিনের সান ওয়াইইউয়ের বিরুদ্ধে।
First Published: Monday, March 17, 2014, 10:30