Last Updated: January 26, 2014 15:50

---------------------------------------------------------------------
তৃতীয় গ্র্যান্ডস্লাম খেতাব জেতা হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া ও তাঁর রোমানিয়ান সঙ্গী হোরিয়া তেকাউ হারলেন স্ট্রেট সেট। মেলবোর্ন পার্কে দ্বিতীয় অসি ওপেন খেতাবের চূড়ান্ত লড়াইয়ে সানিয়ার ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে গেল। সানিয়ারা হারালেন ৬-৩, ৬-২ ফ্রান্সের ক্রিস্টিনা লাদেনোভিচ ও কানাডার ড্যানিয়েল নেস্টর জুটির বিরুদ্ধে। মিক্সড ডাবলসে লাদেনোভিচ ও নেস্টর জুটিকেই এখন মহাতারকা স্বীকৃতি দেওয়া হয়। গত উইম্বলডনে মিক্সড ডাবলসে লাদেনোভিচ ও নেস্টর জুটিই চ্যাম্পিয়ন হয়েছিল। এই জুটির কাছে উইম্বলডন কোর্য়াটার ফাইনালে সানিয়া-তেকাউ জুটি হেরেছিল।
আজ ফাইনাল ম্যাচ চলে মাত্র ৫৮ মিনিট। সব বিভাগেই সানিয়াদের বিপর্যস্ত করে তোলেন লাদেনোভিচরা। প্রসঙ্গত, ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে এই অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিতেছিলেন সানিয়া। এরপর ২০১২ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে জিতেছিলেন৷
ম্যাচ হারার পর সানিয়া বলেন, আমরা সারা প্রতিযোগিতা জুড়ে ভালই খেলেছি। তবে ফাইনালে আরও ভাল খেলব ভেবেছিলাম। সেটা হয়নি বলে আফশোস নেই। আগে তাকাতে চাই। পরে এক টিভি সাক্ষাত্কারে সানিয়া বলেন, ``শোয়েব আমায় বলেছে হতাশ হও না। সামনে তাকাও ভাল কিছু অপেক্ষা করে আছে।``
First Published: Sunday, January 26, 2014, 15:50