Last Updated: Friday, January 24, 2014, 17:04
অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস খেতাব থেকে মাত্র এক ধাপ দূরে সানিয়া মির্জা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জার্মিলা গাজাদোসোভা ও ম্যাথিউ এডবেনকে হারিয়ে শুক্রবার রোমানিয়ান পার্টনার হোরিয়া টেকাওকে নিয়ে ফাইনালে পৌছে গেলেন সানিয়া। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে অসি জুটিকে ২-৬, ৬-৩, ১০-২ সেটে হারান ইন্দো-রোমানিয়ান জুটি। ফাইনালে সানিয়াদের সামনে ফ্রেঞ্চ-কানাডিয়ান জুটি ক্রিস্টিনা ল্যাডেভোনিক ও ড্যানিয়েল নেস্টর।