Last Updated: June 9, 2014 22:07

জীবনের সেরা র্যাঙ্কিং ছুঁলেন সানিয়া মির্জা। ফরাসি ওপেনের পর সোমবার প্রকাশিত ডাবলস তালিকায় সানিয়ার স্থান ষষ্ঠ। এটাই তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ র্যাঙ্কিং। কারা ব্ল্যাককে সঙ্গী করে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছে সানিয়া জরো করেছেন ৪৩০ র্যাঙ্কিং পয়েন্ট। যার ফলে আট ধাপ উঠে তিনি এখন বিশ্বের ৬ নম্বর ডাবলস খেলোয়াড়।
আপাতত বার্মিংহ্যামে উইম্বলডনের প্রস্তুতিতে ব্যস্ত সানিয়া। সেখান থেকেই জানালেন, "জানুয়ারিতে যখন এই মরসুম শুরু করি তখন আমার উদ্দেশ্যই ছিল কেরিয়ার-র্যাঙ্কিংয়ে সেরা জায়গায় পৌছনো। আজ সেটা সম্ভব হল। আমি খুশি।"
সানিয়ার বাবা ও কোচ ইমরান মির্জা জানান, "এই মরসুমে সানিয়া ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ তার ফল পেল। আমি বিশ্বাস করি আরও আগে যাওয়ার ক্ষমতা আছে ওর।" ভারতের এক নম্বর সিঙ্গল খেলোয়াড় অঙ্কিতা রায়নাও ২৮ ধাপ উঠে নিজের সেরা ২৬২ র্যাঙ্কে পৌছেছেন। ইন্দোনেশিয়ায় ২৫ হাজার মার্কিন ডলারের টুর্নামেন্টে রানার আপ হয়ে এই র্যাঙ্ক অর্জন করেন অঙ্কিতা।
পুরষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে গিয়ে প্রথম ১০০ থেকে বেরিয়ে গিয়েছেন সোমদেব দেববর্মন। র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ নেমে তাঁর স্থান এখন ১১৯। ডাবলসে ১৩ নম্বরে রয়েছেন লিয়েন্ডার পেজ, ১৭ নম্বরে রোহন বোপান্না।
First Published: Monday, June 9, 2014, 22:07