Last Updated: July 11, 2012 15:59

অলিম্পিকের দলগঠন বিতর্কে নষ্ট হয়েছে টেনিস খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক। সর্বভারতীয় টেনিস সংস্থাকে কটাক্ষ করে এমনটাই অভিযোগ তুলেছেন সানিয়া মির্জা। গোটা বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।
অলিম্পিকে টেনিসের দলগঠন নিয়ে বিতর্ক ভুলতে পারছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থাকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন গোটা বিতর্কে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। গোটা বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে সানিয়া জানিয়েছেন বিতর্ক উস্কে দিয়ে কারও লাভ হয়নি। বরং মহেশ ভূপতির সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে। পাশাপাশি তিনি আবার জানিয়েছেন সব ভুলে তিনি অলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে ভারতের জন্য পদক জিততে চান।
First Published: Wednesday, July 11, 2012, 15:59