Last Updated: December 6, 2013 22:39

স্ত্রী অসুস্থ। তাই জেল থেকে এক মাসের ছুটি পেলেন সঞ্জয় দত্ত। শুক্রবার পুনের ইয়েরওয়াড়া জেল থেকে তাঁকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। তবে এই এক মাস সপ্তাহে দু`বার তাঁকে খার পুলিসের সামনে হাজিরা দিতে হবে।
মন্ত্রালয়ের অনুমতি পেলে প্যারোলের সময়সীমা ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। এর আগে নিজের অসুস্থতার কারণে ১৪ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন সঞ্জয়। ১৯৯৩ সালের মুম্বই হামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এখন ইয়েরওয়াড়া জেলে বন্দী সঞ্জয়। সুপ্রিম কোর্টের নির্দেশ সঞ্জয়ের ৫ বছরের কারাদণ্ড হয়। কিন্তু আগেই আঠেরো মাস জেলে কাটানোয় ৪২ মাস পরই মুক্তি দেওয়া হবে তাঁকে।
First Published: Friday, December 6, 2013, 22:39