প্যারোলে মুক্তির সময়ে মদ্যপ অবস্থায় পার্টিতে মত্ত সঞ্জয় দত্ত, ফাঁস হল ভিডিও

প্যারোলে মুক্তির সময়ে মদ্যপ অবস্থায় পার্টিতে মত্ত সঞ্জয় দত্ত, ফাঁস হল ভিডিও

প্যারোলে মুক্তির সময়ে মদ্যপ অবস্থায় পার্টিতে মত্ত সঞ্জয় দত্ত, ফাঁস হল ভিডিওফের বিতর্কের শিরোনামে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। স্ত্রীর অসুস্থতার কথা বলে কিছুদিন আগে তিনমাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। সম্প্রতি ফিরে গিয়েছেন পুণের জেলে। প্যারোলে মুক্তির সময়ে বলিউডি বন্ধুদের সঙ্গে বেশ আয়েস করেই পার্টি করেছিলেন মুন্না ভাই। আর সেই পার্টির ভিডিও এবার ফাঁস হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় পার্টিতে কাল্পনিক গিটার বাজাচ্ছেন তিনি। বলিউডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেশ তরজাতেও মেতেছেন বন্ধুদের সঙ্গে।

বিতর্কের প্রিয় সন্তান সঞ্জয় দত্ত বহু বিতর্কিত কারণে সংবাদের শিরোনাম দখল করেছেন বহুবার। এই ভিডিও তাঁর বিতর্কিত চরিত্রে আর কিছুটা কালির সংযোজন করল।

এর আগে মুন্না ভাইয়ের বারবার প্যারোলে মুক্তি পাওয়ার ঘটনা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল।

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বেআইনি অস্ত্র রাখার অপরাধে রুপোলী পর্দার মুন্নাভাইকে ৫ বছরে কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট।

First Published: Friday, April 18, 2014, 14:59


comments powered by Disqus