Last Updated: January 2, 2014 17:56

মধ্যমগ্রামে নির্যাতিতা কিশোরীর দেহ নিয়ে রাজনীতির নিন্দা করলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র। আর এ নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠেছে, মুখ্যসচিব কি এমন মন্তব্য করতে পারেন?
রাজ্য সরকারের সচিবালয়ে দাঁড়িয়ে এই মন্তব্য মুখ্যসচিব সঞ্জয় মিত্রের। আর এ নিয়েই বিতর্কের শুরু।
প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যসচিব কি কোনও ঘটনা সম্পর্কে বিবৃতি দেওয়ার সময় এমন মন্তব্য করতে পারেন?
আসলে মধ্যমগ্রামকাণ্ডে পুলিস প্রশাসন বা স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে তৈরি হওয়া ক্ষোভ সামাল দিতেই সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব। কিন্ত মুখ্যসচিবের সব বক্তব্যই খারিজ হয়ে গিয়েছে নির্যাতিতার বাবার বক্তব্যে।
পুলিস ও প্রশাসন যেভাবে অভিভাবকদের ছাড়াই কিশোরীর দেহ দাহ করার চেষ্টা করেছিল, তা নিয়ে অবশ্য কোনও কথা বলেননি মুখ্যসচিব। উল্টে পুলিসের কাজকর্মের সাফাই গাইলেন তিনি।
গোঁড়া থেকেই সাফাই দিলেও শেষে গিয়ে সরাসরি রাজনৈতিক কথাই বললেন মুখ্যসচিব।
প্রশ্ন উঠছে, মৃতদেহ নিয়ে রাজনীতির কথা বলাও কী রাজনীতি নয়?
First Published: Thursday, January 2, 2014, 17:56