Last Updated: Tuesday, December 31, 2013, 19:10
দুমাসেই ভেঙে চুরমার বড় হওয়ার স্বপ্ন। বছরের শেষদিনে বিদায় নিলেন মধ্যমগ্রামের নির্যাতিতা। আর আমাদের জন্য রেখে গেলেন একরাশ লজ্জা। লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তাঁর। স্বপ্ন ছিল বাবা-মাকে একটা সুখের জীবন উপহার দেওয়ার। সে স্বপ্নে প্রথম আঘাত লাগে আড়াই মাস আগে।