লাহোর কোট জেলে আক্রান্ত সরবজিৎ সিং

লাহোর কোট জেলে আক্রান্ত সরবজিৎ সিং

লাহোর কোট জেলে আক্রান্ত সরবজিৎ সিংপাকিস্থানের জেলে বন্দি সরবজিৎ সিং আক্রান্ত হলেন জেলের ভিতরেই। জানা গিয়েছে, জেলের ভিতরে স্থানান্তরিত করার সময় দু'জন বন্দি তাঁকে আক্রমণ করে। তাঁর মাথায় গভীর চোট লেগেছে। আহত সরবজিৎকে এমএ জিন্না হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অস্ত্রপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরবজিৎ সিংয়ের দিদি ইতিমধ্যেই দাদার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের রাষ্ট্রপতিকে শুক্রবার আবেদনও জানিয়েছেন তিনি।








First Published: Friday, April 26, 2013, 20:36


comments powered by Disqus