Last Updated: December 6, 2013 19:15
সারদা প্রতারণার সাঁতরাগাছি থানার মামলায় কুণাল ঘোষকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল হাওড়া আদালত। ধৃত তৃণমূল সাংসদ আজ বিচারককে জানান,তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই মতো কুণাল ঘোষকে দমদম জেলেসরানোর আর্জি জানান তাঁর আইনজীবীরা। যদিও বিচারক ধৃত তৃণমূল সাংসদকে হাওড়া জেলেই রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কুণাল ঘোষের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
কুণাল ঘোষের জবানবন্দি ইস্যুতে দমদম জেলের সুপারকে শোকজের পরে ধৃত তৃণমূল সাংসদ কুনাল ঘোষকে একদিন আগেই হাওড়া আদালতে পেশ করল পুলিস। বিধাননগর আদালতকে না জানিয়েই অন্য মামলায় কুণাল ঘোষকে হেফাজতে নিয়েছে হাওড়া পুলিস। এজন্য গতকালই দমদম জেলের সুপারকে শোকজ করেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক। এরআগে সরকার পক্ষের আপত্তি সত্ত্বেও সারদা কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করেছিলেন বিচারক।
কিন্তু তার পরের দিনই কুণাল ঘোষকে হেফাজতে নেয় হাওড়া পুলিস। তিরিশে নভেম্বর সাঁতরাগাছিতে সারদা চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় কুনাল ঘোষকে সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন হাওড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আগামিকাল ফের কুনাল ঘোষকে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু আজ একদিন আগেই তাঁকে আদালতে পেশ করে পুলিস। তাঁর আগে কুনাল ঘোষকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারেরা। বিধাননগর আদালতের গতকালের নির্দেশের পরই চাপেপড়ে কুনাল ঘোষকে আগেভাগে আদালতে পেশ করা হল বলে মনে করছে আইনজীবী মহল।
First Published: Friday, December 6, 2013, 19:15