চালু সরল ভিসা, মিটল না হাফিজ সমস্যা

চালু সরল ভিসা, মিটল না হাফিজ সমস্যা

চালু সরল ভিসা, মিটল না হাফিজ সমস্যাভারতের হাতে তুলে দিতে হবে মুম্বইকাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে। শুক্রবার পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের কাছে ফের এই দাবি জানিয়েছে নয়াদিল্লি তবে হাফিজ সৈইদের প্রসঙ্গে কোনও প্রতিশ্রুতি নয়, বরং ভারত-পাক বন্ধুত্বেই বিশেষ জোর দিয়েছেন রেহমান মালিক। অন্যদিকে মালিকের সফর থেকে শুক্রবারই দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল সরল ভিসা ব্যবস্থা।

মুম্বই কাণ্ডে ধৃত আজমল কসাভের ফাঁসি হয়ে গিয়েছে। কিন্তু, ৩৬/১১-র মূল চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান। শুক্রবার ভারত-পাক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সঈদের প্রসঙ্গ ফের তুলেছে ভারত। যদিও পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের মতে, পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবেই হাফিজ সইদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। মুম্বই কাণ্ডে ভারত তথ্য দিলেও, পাকিস্তান এখনও কোনও প্রমাণ পায়নি বলেই তাঁর দাবি।

যদিও নয়াদিল্লি এসে ভারত-পাক মৈত্রীর ওপরই জোর দিয়েছেন রেহমান মালিক। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্ধের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ৯/১১, ২৬/১১-র মত সন্ত্রাসবাদী হামলার পাশাপাশি সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ, বাবরি মসজিদ কাণ্ডের উল্লেখ করে চাপ তৈরির চেষ্টাও করেছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বহু প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি পাকিস্তান।একই সঙ্গে পাকিস্তানে মুম্বই কাণ্ডের চক্রীদের বিচারের ধীরগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে ভিসা ব্যবস্থা শিখিল করা নিয়ে আলোচনা চলছিল। গত কয়েকদফার দ্বিপাক্ষিক বৈঠকে নয়া ভিসা নীতির রূপরেখাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। অবশেষে শুক্রবার মালিকের ভারত সফর থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হল ভারত-পাক সরল ভিসা ব্যবস্থাও।

First Published: Saturday, December 15, 2012, 09:43


comments powered by Disqus